০৪ | কি সেবা কিভাবে পাবেন | অত্র উপজেলার ভূমি রেকর্ড ও জরিপ বিষয়ক তথ্যাবলী ভূমি জরিপের স্তর ভিত্তিক সেবা প্রদান করা হয়। | |
০৫ | সেবা পাবার ধাপ | ক) খানাপুরী কাম বুঝারত স্তর : নকশা প্রস্তুত ও মাঠ পর্চা প্রদান করা হয়।
খ) তসদিক স্তর : রাজস্ব কর্মকর্তা কর্তৃক মাঠ রেকর্ড সত্যায়ন করা হয়।
গ) খসড়া প্রকাশনা : মাঠ পর্যায়ে প্রস্তুতকৃত খতিয়ান জনসাধারণের অবগতির ৩৫ কর্ম দিবস উম্মুক্ত রাখা হয়।
ঘ) আপত্তি স্তর : তসদিককৃত খতিয়ানে আপত্তি থাকিলে আপত্তি অফিসার কর্তৃক শুনানী দিয়া নিষ্পত্তি করা হয় এবং কেসের জাবেদা নকল সরবরাহ করা হয়। ঙ) আপীল স্তর : আপত্তি স্তরে সংক্ষুদ্ধ ভূমি মালিকগণ কর্তৃক দাখিলকৃত আপীল কেস শুনানী দিয়ে নিষ্পত্তি করা হয় ও জাবেদা নকল সরবরাহ করা হয়। চ) চুড়ান্ত প্রকাশনা : মুদ্রিত খতিয়ান ও নকশা ভূমি মালিকগণকে নির্ধারিত মুল্যে ৩০ কর্ম দিবসের মধ্যে সরবরাহ করা হয়।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস